-->

এখানে অঙ্কের উত্তর বের করে বিনামূল্যে (Free) WiFi পাবেন।


Wifi! আমরা প্রত্যেকেই শুনেছি এই wifi শব্দটি। আমরা জীবনে চলার পথে বেশিরভাগ সময় ইন্টারনেট use করে থাকি। বর্তমানে ইন্টারনেট ছাড়া যেকোনো মোবাইল অচল এর মতো। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি যেমন: সরকারী কাজকর্ম, সরকারী ফ্রম ,পেমেন্ট এবং বিভিন্ন অফিসিয়াল কাজ। মোবাইলে data না থাকলে , তা WIFi  এর মাধ্যমে অন্য মোবাইল থেকে Data এক্সেস করে নিতে পারি আমরা।আমরা বিভিন্ন জায়গায় ফ্রিতে WIFI পেয়ে থাকি যেমন: রেলস্টেশন, এয়ারপোর্ট ,এমনকি স্কুল কলেজ এবং ইউনিভারসিটিতেও  বিনামূল্যে WiFi পেয়ে থাকি। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে Wifi পাসওয়ার্ড জানার জন্য Math problem সলভ করতে হয়? Chaina এর এক ইউনিভার্সিটি আছে যার নাম Nanjing University। এখানে এক  ডাইনিং হল রুম রয়েছে। যেখানে আপনাকে সর্বপ্রথম

WiFi password questions 

এই প্রশ্নের উত্তর বের করে তার প্রথম ৮  অঙ্ক (ডিজিট) পাসওয়ার্ড দেবার পর WIFI ব্যবহার করতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং। যদি আপনি এটা প্রথমবার শুনেন তবে আপনি নিচে ক্লিক করে ইনস্টাগ্রামে কমেন্ট করে নিশ্চয়ই জানেন।

যার ফলে আপনারা এই রকম বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট এর আর্টিকেল জানতে পারবেন।আর যারা WIFi পাসওয়ার্ড এর প্রশ্নের উত্তর বের করতে চান,তারা একবার নিজেই অঙ্ক চেষ্টা করবার পর, নিচের ভিডিও দেখতে পারেন।