-->

গুগলের ভুল ধরিয়ে 65 কোটি টাকা পেলেন

 সব জানা গুগলকে ভুল ধরিয়ে কোটি টাকার পুরস্কার মূল্য মিলল। গুগলের ভুল ধরিয়ে 65 কোটি টাকা পেলেন ভারতীয় যুবক। শুনে অবাক লাগছে না! গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সিকিউরিটি সিস্টেমের বেশ কয়েকটি ভুল ধরিয়ে পুরস্কৃত হলেন আমার পান্ডে।


মধ্যপ্রদেশের ইন্দোর এর  বাসিন্দা আমার পান্ডে। গুগলের ভিআরপি নিউজ প্রোগ্রাম অনেকদিন থেকে হয়ে আসছে। এই ধরনের প্রোগ্রামকে প্রযুক্তির ভাষায় বলা হয় Bugs bounding। শুধু গুগল মাইক্রোসফট আপেলের মত সংস্থাও এরকম প্রোগ্রাম করে থাকে


গুগলের তরফের জানানো হয়েছে যে আমার পান্ডে নামের একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট মোবাইলের সিকিউরিটি সিস্টেমের ভুল ধরিয়ে টপ রিসার্চার হয়েছেন। কেবল 2021 সালের 231 ভুল ধরেছেন আমার পান্ডে। সাইবার সিকিউরিটি এক্সপার্ট আমার পান্ডে গোপালের মৌলানা আজাদ নেশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিগ্রী অর্জন করেছেন। 2021 সালে আমার নিজের একটি সংস্থা প্রতিষ্ঠা করেন আর গুগলের ভুল ত্রুটি ধরা শুরু করেছিলেন 2019 সাল থেকে। গুগোল বিআরপিডি ওয়ার্ড প্রোগ্রামের সদস্য জানিয়েছেন, 2009 সালে প্রথম আমাল রিপোর্ট জমা দিয়েছিলেন। 


উনি জানান এখনো পর্যন্ত গুগলের অ্যান্ড্রয়েড vrp প্রগ্রামে মোট 280 টি রিপোর্ট সাবমিট করেছেন আমার । এর ফলে প্রোগ্রামটিকে আরও নিখুঁত করেছে গুগল । এখনো পর্যন্ত গুগোল ভিআরপি ইতিহাসে সবথেকে বেশি পুরস্কার মূল্য দিয়েছে ১৫৭,০০০ মার্কিন ডলার এবং সেটি অ্যান্ড্রয়েড এক্সপ্লয়েট আবিষ্কারের জন্য দেওয়া হয়েছিল। দুই হাজার কুড়ি সালে 115 জন ক্রোম vrp 333 ইউনিক ক্রোম সিকিউরিটি বাগ রিপোর্ট করার জন্য মোট 2.2 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে।


 আবার ক্রোম ব্রাউজার সিকিউরিটি বাগ রিপোর্ট করে জন্য 3.1 মিলিয়ন মার্কিন ডলার এবং ক্রোম অপারেটিং সিস্টেম bug এর জন্য ২৫০,০০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছিল 2021 সালে।