-->

মোবাইল পেতে ইলেকট্রিক টাওয়ারের উঠে পড়ল যুবক


নিজস্ব প্রতিবেদন: মোবাইল পেতে High voltage এর  ইলেকট্রিক তারে উঠে পরল যুবক। শুনতে অবাক লাগছে না। হ্যাঁ,  এইরকম ঘটনাই ঘটেছে। আমরা প্রত্যেকেই বেশিরভাগ সময়ই মোবাইলেই কাটাই। এই মোবাইল কেউ ভালো কাজের জন্য কেউ বা গেম খেলার জন্য, আবার কেউ খারাপ কাজ করার জন্য মোবাইল ব্যবহার করে। বিভিন্ন কাজের মাধ্যমে মোবাইল ব্যবহার করে থাকে।






 কিন্তু মোবাইল মানুষের কাছে এতটাই প্রিয় হয়ে উঠেছে যে মোবাইল ছাড়া মানুষেরা অর্থাৎ আমরাই থাকতে পারিনা। হ্যাঁ তবে সবার কথা বলা  যায় না, খুবই কম মানুষরাই রয়েছেন যারা মোবাইল ব্যবহার করতে  ভালো লাগে না। 







এই  মোবাইলের জন্যেই এক যুবক উচ্চ ভোল্টেজে এর ইলেকট্রিক টাওয়ারে উঠে পড়ল। এই ঘটনা বিহারের মোজাফফরপুরে ঘটেছে । গ্রামের মানুষরা তা দেখতেই হইচই করে ফেলে গ্রামে।তখন পুলিশ ও দমকল কে ডাকা হয়। এর মধ্যবর্তী সময়ে টাওয়ারে পার্শ্ববর্তী এলাকায় মানুষের মেলা লেগে যায় । এই সময় কেউ তাকে মানিয়ে নিচে নামানোর চেষ্টা করেছেন কেউবা ভিডিও শুট করতে ব্যস্ত।







সেই সময় টাওয়ারে উঠা যুবকটা সবার সামনে দাবি করে,মোবাইল ফোনের। তার দাবি শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে আবার সে একটা দাবি করে,  দ্বিতীয় দাবিটা  আরো আশ্চর্যজনক, সে দাবি  করে মিষ্টি চাই।  টাওয়ারের নিচে থেকে তাকে বলা হয় তাঁর দাবি পূরণ করা হবে। কিন্তু সে নিচে নামতে রাজি নয়। পুরো একবেলা নাকানি-চোকানি খেয়ে, পুলিশরা জাল ফেলে তাকে উদ্ধার করে।






পুলিশরা বলে, তারা অনেক রকম ঘটনায় সামলেছেন কিন্তু উচ্চ ভোল্টেজে টাওয়ারে উঠে মোবাইলের দাবি করা এরকম আশ্চর্যজনক ঘটনা তারা কখনই দেখেনি।


সূত্র: c news