-->

কল আছে কিন্তু জল নেই। ঘটনায় উত্তেজিত ছড়িয়েছে পুরুলিয়ার মান বাজারে।

সারসংক্ষেপ: 
15 দিন ধরে মিলছেনা পানীয় জল। যে জল সরবরাহ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান। প্রতিরোধে পথ অবরোধ কারী এলাকাবাসীর বিক্ষোভ প্রকাশ করল। ঘটনায় উত্তেজিত ছড়িয়েছে পুরুলিয়ার মান বাজারে।

কল আছে কিন্তু জল নেই



আমাদের  প্রত্যেককে বাঁচার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো পানীয় জল ,যা ছাড়া আমরা বাঁচতে পারব না।আজকে একটা জেলার কথা বলতে যাচ্ছি, যেখানে কল আছে কিন্তু জল নেই। বিগত পনেরো দিন ধরে বন্ধ রয়েছে জল পরিষেবা। তার ফলে তারা পথ অবরুদ্ধ করে । তাই পুরুলিয়ার মান বাজারের মানপাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


 

তাদের অভিযোগ,প্রায় 15 দিন ধরে বন্ধ ওই এলাকায় জন  স্বাস্থ্য কারিগরি  দপ্তর। উল্টে এলাকাবাসী সমস্যা দূর করতে যে  জল সরবরাহ করা হচ্ছে সেই জল  পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। অনেকবার প্রশাসনকে তা জানানোর পরও তার সমাধান হয়নি এমনটা জানা গেছে তাদের কাছ থেকে। মঙ্গলবার পুরুলিয়ার মাছ বাজারের মানপাড়া পথ অবরুদ্ধ করে তারা বিক্ষোভ প্রকাশ করেন।





তাদের কাছ থেকে জানা গেছে, যে জল  দেওয়া হচ্ছে তা খুবই নিম্নমানের। তা খাওয়া যায় না আর খেলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। তারা বলে, প্রশাসনিক সমাধানের জন্য তাদের 10 দিনের কথা দেওয়া হয়ে থাকে কিন্তু তা সমাধান না হওয়ায় তারা পথ অবরোধ করেন।





মানবাজার মহকুমা প্রশাসক শুভজিৎ বসুর দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে নলবাহিত জল পাচ্ছেনা এলাকাবাসীরা। বিষয়টি খতিয়ে দেখছে জনসাস্থ কারিগরি দপ্তর।

You may like these posts